আদালতে পরীমনি-রাজ, আবারও রিমান্ড আবেদন
১০ আগস্ট ২০২১ ১১:৫৭ | আপডেট: ১০ আগস্ট ২০২১ ১২:০০
ঢাকা: চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের চারদিনের রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদালতে হাজির করা হচ্ছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে তাদের আদালতে আনা হবে বলে জানা গেছে।
সিআইডি সূত্রে জানা গেছে, এদিন আবারও নতুন করে পরীমনি, রাজ ও মৌকে ৫ দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করবেন সিআইডি অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে র্যাব-১ পরীমনির বনানীর বাসায় অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে রাত সোয়া আটটার দিকে পরীমনিকে নিয়ে নেমে আসে র্যাব। তাকে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। অভিযানে পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ এলএসডি ও আইসের মতো ভয়ংকর মাদক পাওয়া গেছে বলে র্যাবের গোয়েন্দা সূত্র জানিয়েছে।
আরও পড়ুন-
- র্যাবের হাতে আটক পরীমনি
- পরীমনির বাসায় র্যাবের অভিযান চলছে
- পরীমনিকে নেওয়া হলো র্যাব সদর দফতরে
- আইন মেনেই পরীমনির বাসায় অভিযান: র্যাব
- পরীমনি ও রাজের বিরুদ্ধে মাদক আইনে মামলা
- প্রযোজক রাজ র্যাবের হাতে আটক, বাসায় মাদক
- পরীমনির বিষয়ে ‘সুনির্দিষ্ট’ অভিযোগ রয়েছে— র্যাব
- শুধু মদ নয়, পরীমনির বাসায় মিলল আরও ভয়ংকর মাদক
- এবার প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযানে র্যাব
এরপর ৫ আগস্ট তাকে চারদিনের রিমান্ডে পায় পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার চারদিন রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে আজ তাকে আদালতে তোলা হয়।
সারাবাংলা/এআই/এএম