শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত
১০ আগস্ট ২০২১ ১০:১৬ | আপডেট: ১০ আগস্ট ২০২১ ১০:১৭
ঢাকা: রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ফারুক হোসেন (৪০) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে ধোলাইপাড় নৌকা ফুটওভার ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সমরেশ কুমার দাস জানান, রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। পথচারীদের মাধ্যমে জানতে পেরেছি সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মারা যান ফারুক। তবে গাড়ি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
ফারুকের ভাই মো. রাজু জানান, তাদের বাড়ি রংপুর কোতোয়ালি উপজেলার শেখপাড়া গ্রামে। বাবার নাম মৃত মুনসুর আলী। তিন ছেলে ও স্ত্রী পরিবার নিয়ে ধোলাইপাড় এক নম্বর গলিতে থাকতেন ফারুক। গেন্ডারিয়ায় সজীব ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আয়রন ম্যান হিসেবে কাজ করতেন।
সারাবাংলা/এসএসআর/এএম