Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ০০:৩১

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে পুকুরে ডুবে সিজান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ-বালিয়াদিঘি গ্রামের আবদুল বাসিরের ছেলে।

শিশুটির বাবা আবদুল বাসির জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে খেলা করছিল শিশু সিজান। এসময় হঠাৎ করেই পাশের পুকুরে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ওসি মো.ফরিদ হোসেন জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার এবং চিকিৎসার জন্য পুলিশ পাঠানো হয়েছিল। তার আগেই শিশুটি মারা যায়। মরদেহ পুরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

চাঁপাইনবাবগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর