Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণটিকা কর্মসূচি গণ প্রতারণায় পরিণত হয়েছে: মান্না

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ০০:৩৩

ফাইল ছবি

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত ৭ তারিখ থেকে সরকার তিন দিনের গণটিকা কর্মসূচি শুরু করেছে। কিন্তু এই তিন দিনে গণটিকা কর্মসূচি গণ প্রতারণায় পরিণত হয়েছে। এটি করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা আড়াল করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।

সোমবার (৯ আগস্ট) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ারের সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক।

বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার জনগণের জীবন নিয়ে খেল-তামাশা করছে। সরকারি হিসাব মতে যেখানে ২৬ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন সেখানে তারা সোয়া কোটি ডোজ ভ্যাকসিন নিয়ে কর্মসূচির নামের আগে ‘গণ’ জুড়ে দিয়েছে। গণ শব্দের অর্থই বদলে দিয়েছে সরকার। গণটিকার নামে নতুন এক নাটিকার অবতারণা করেছে তারা। প্রতিদিন এসব ভ্যাকসিন কেন্দ্রে হাজার হাজার মানুষ এসে লাইনে দাঁড়াচ্ছে। কিন্তু কয়েক’শ ভ্যাকসিন দেওয়ার পর বাকিদের ফেরত পাঠানো হচ্ছে। এর মধ্যেও আবার আওয়ামী কোটা আছে, ছাত্রলীগ–যুবলীগ কোটা আছে। এই কর্মসূচির সিদ্ধান্ত নিয়ে সরকার রীতি মতো সার্কাস করছে। আর এতে ভোগান্তিতে পড়েছে ভ্যাকসিন নিতে আগ্রহী সাধারণ জনগণ।’

ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘সরকার বলেছে এই মাসের শেষে এক কোটি ডোজ ভ্যাকসিন আসবে। এই ভ্যাকসিন তো এখন যারা প্রথম ডোজ পাচ্ছেন তাদের দ্বিতীয় ডোজ দিতেই শেষ হয়ে যাবে। কিন্তু তারপর কী- সেই ব্যাপারে সরকারের কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। তারা বলছে, দেড় কোটি ডোজের টাকা চীনকে অ্যাডভান্স করা হয়েছে, রাশিয়ার সঙ্গে কথা হচ্ছে। কবে নাগাদ অ্যাডভান্স করা দেড় কোটি ভ্যাকসিন আসবে? কত টাকায় চুক্তি হয়েছে? কত টাকা পরিশোধ করা হয়েছে?- সেসব তথ্য সুস্পষ্টভাবে জনগণকে জানাতে হবে। সরকার জনগণের টাকায় ভ্যাকসিন কিনবে আর জনগণ সে সম্পর্কে কিছুই জানতে পারবে না, সেটা তো হতে পারে না। নিজেদের অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য একবার এক চুক্তি করে দেশের মানুষের জীবনকে, দেশের অর্থনীতিকে এতগুলো দিনের জন্য অনিশ্চয়তার মধ্যে ফেলেছিলেন।’

বিজ্ঞাপন

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে সরকারের উদ্দেশে মান্না বলেন, ‘দেশে বিশ্ববিদ্যালয় এবং কলেজ মিলিয়ে মোট শিক্ষার্থী আছে প্রায় ৩২ লাখ। শিক্ষক এবং স্টাফ মিলিয়ে সংখ্যাটা ৩৫ লাখ হবে। আপনারা তো দিনে ৩০ লাখ ভ্যাকসিন দেওয়ার ঘোষনা দিয়েছেন। সব কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে ভ্যাকসিন কেন্দ্র করে একদিনে না পারেন, দুইদিনে এই ৩৫ লাখ ভ্যাকসিন দিয়ে দেন। আমি এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে, শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর জোর দাবি জানাচ্ছি।’

দেশের জনগণকে বাঁচাতে, দেশের অর্থনীতি তথা দেশকে বাঁচাতে নাগরিক ঐক্যের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে বলে জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর