Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থী ও শ্রমিকদের নিয়ে হংকং ও আম্মানের পথে বিমানের ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ২১:১১ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ২৩:৪৭

ফাইল ছবি

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশে আটকে পড়া শিক্ষার্থী ও প্রবাসী শ্রমিকদেরকে হংকং ও জর্ডানের আম্মানে পৌঁছে দিতে বিমানের দুইটি পৃথক চার্টার্ড ফ্লাইট ঢাকা ছেড়ে গিয়েছে।

সোমবার (৯ আগস্ট) দুপুরে ফ্লাইট দুটি ঢাকা ছেড়ে যায় বলে সারাবাংলাকে জানিয়েছেন বাংলাদশে বিমানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার।

তিনি জানান, দুপুরে ঢাকা থেকে ফ্লাইট দু’টি ছেড়ে গেছে। হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং নতুন ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদেরকে হংকং পৌঁছে দিতে বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-০৭৮ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে হংকংয়ের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানকার স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে অবতরণ করবে। ফেরার পথে করোনা পরিস্থিতিসহ বিভিন্ন কারণে হংকংয়ে আটকে পড়া যাত্রীদের দেশে নিয়ে আসবে। বাংলাদেশ ও হংকংয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ফ্লাইটটি পরিচালিত হচ্ছে।

তাহেরা খন্দকার আরও জানান, এদিকে বেলা ২টা ৩৭ মিনিটে বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট বিজি-৫০১১ বাংলাদেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের নিয়ে জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি জর্ডানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে আম্মানে অবতরণ করবে।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের প্রয়োজনে সাশ্রয়ী খরচে ভ্যাকসিন ও সুরক্ষাসামগ্রী পরিবহনসহ মহামারি ও অন্যান্য কারণে দেশে-বিদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে বিভিন্ন জরুরি সেবামূলক ফ্লাইট পরিচালনা করে যাচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/টিআর

চার্টার্ড ফ্লাইট বিমান বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর