Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গমাতা ছিলেন জাতির পিতার সংগ্রাম সঙ্গী’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ২৩:১৪ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ২৩:১৭

ডা. মুরাদ হাসান, ফাইল ছবি

ঢাকা: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর জীবনসঙ্গীই নয় জাতির পিতার সংগ্রাম সাথী ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। জাতির পিতার ঐতিহাসিক অভিযাত্রায় বঙ্গমাতা প্রধান সাহস ও সহায় ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (৯ আগস্ট) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়েজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় মুরাদ হাসান বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর জীবনসঙ্গীই ছিলেন না, তিনি জাতির পিতার সংগ্রাম সাথীও ছিলেন। ৫৫ বছরের জীবনে অধিকাংশ সময় চরম বৈরিতা ও প্রতিকূলতা অতিক্রম করে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার দিকে ধাবিত করেছেন— তার এই ঐতিহাসিক অভিযাত্রায় বঙ্গমাতা ছিলেন প্রধান সাহস ও সহায়।

৭৫’র ১৫ আগস্টের কালরাতেও বঙ্গমাতার সাহসী ও দৃঢ় মনোভাবের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ নিজের জীবন বাঁচায়, কিন্তু বঙ্গমাতা জীবন ভিক্ষা চাননি, তিনি নিজের জীবন দিয়ে গেছেন, রেখে গেছেন মানুষের জন্য মমতা ও ভালেবাসা।

দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর প্রতিটি সংগ্রামের সাহসী সিদ্ধান্তের পেছনে বঙ্গমাতার ত্যাগ ও ভূমিকার কথা তরুণ প্রজন্মকে জানানোর ওপর গুরুত্বারোপ করেন তথ্য প্রতিমন্ত্রী।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, অ্যাড. বলরাম পোদ্দার, শাহে আলম মুরাদ, শেখ মামুন ও অরুণ সরকার রানা।

সারাবাংলা/জেআর/এনএস

জাতির পিতার সংগ্রাম সঙ্গী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর