Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের ভুয়া কর্মকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ২০:২১ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ২২:০৩

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন ইমতিয়াজ আহমেদ। নিজেকে পরিচয় দিতেন দুদকের সহকারী পরিদর্শক হিসেবে। অবশেষে প্রতারণার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পড়েছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক সারাবাংলাকে জানিয়েছেন, সোমবার (৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচা থেকে আড়াই লাখ টাকার চেকসহ দুদক তাকে আটক করেছে।

বিজ্ঞাপন

আরিফ সাদেক জানান, দুদকের উপসহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে একটি টিম বিভিন্ন ব্যক্তির নামে সম্পদের ভুয়া নোটিশ ও জাল আইডি কার্ডসহ তাকে আটক করে। এ বিষয়ে বিকেলে রমনা থানায় ভুক্তভোগী মো. আব্দুল কাহহার সিদ্দিক বাদীয় মামলা দায়ের করেন।

এদিকে, কমিশন বলছে, দুদকের সম্মান ক্ষুণ্ন করতে কয়েকটি চক্র দুদকের নাম পরিচয় ব্যবহার করে ফায়দা নেওয়া চেষ্টা করছে। সেজন্য কমিশনকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে। কমিশনের টোল ফ্রি নম্বর ১০৬-এ ফোন করে যে কেউ যেকোনো ধরনের অভিযোগ জানাতে পারেন।

সারাবাংলা/এসজে/টিআর

দুদক দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ভুয়া দুদক কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর