পদ্মাসেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা
৯ আগস্ট ২০২১ ২১:০৯
মুন্সীগঞ্জ: পদ্মাসেতুর পিলারে আবারও একটি রো রো ফেরি ধাক্কা দিয়েছে। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ওই ফেরিটি সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পিলারে ধাক্কা দেয়।
বিআইডব্লিউটিসির ম্যানেজার শাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ধাক্কার সময় ফেরিতে থাকা একটি মালবোঝাই ট্রাকের মালামাল প্রাইভেটকারে পড়ে সেটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় হতাতের কোনো কোনো খবর পাওয়া যায়নি। ফেরিটি বর্তমানে শিমুলিয়ার ২ নম্বর ঘাটে রয়েছে।
এদিকে মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, ধাক্কা খাওয়ার পর একটি পণ্যবাহী যান ফেরিতে থাকা অপর একটি প্রাইভেট কারের উপর পড়ে যায়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় দুই/তিনজন আহত হয়েছে বলে শুনেছি। ধাক্কা খেয়ে ফেরির তলায় ফাটলও দেখা দিয়েছে। এতে ফেরিতে পানি উঠছে।
উল্লেখ্য, এর আগেও এই নৌপথে একাধিক ফেরি পদ্মাসেতুর পিলারে ধাক্কা দেয়। গত ২৩ জুলাই সকাল সাড়ে নয় টার দিকে রো রো ফেরি শাহজালাল সেতুর ১৭ নম্বর পিলারে এবং ২০ জুলাই রো রো ফেরি শাহ মখদুমও ১৬ নম্বর পিলারে ধাক্কা দেয়। ওই সব ঘটনায় বিআইডব্লিটিসি তদন্ত কমিটি করে। এ বিষয়ে মাদারীপুরের শিবচর থানায় জিডিও করা হয়।
সারাবাংলা/পিটিএম