Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবিকা সচল রাখতে বিধিনিষেধ শিথিল হচ্ছে: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ২০:২৫

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে লাগাতার বিধিনিষেধ দিয়ে রাখা সমাধান নয়। এই দেশ খেটে খাওয়া মানুষের দেশ। এখানে জীবন জীবিকার মধ্যে সমন্বয় ঘটিয়ে সিদ্ধান্ত নিতে হয়। জীবিকা সচল রাখতে বিধিনিষেধ শিথিল হচ্ছে।

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিধিনিষেধ আরোপ করার পরেও দেখা যায় মানুষ মানছে না। সেজন্য জাতীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ক্রমাগত লকডাউন (বিধিনিষেধ) সঠিক সমাধান নয়। জরুরি মুহূর্তে বিধিনিষেধ দিতে হয় এবং সে কারণেই শুরুতে বিধিনিষেধ দেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এখন স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মাস্ক পরিধান করা। মাস্ক না পড়লে যাতে জরিমানা করা যায় সেজন্য সরকার ভাবছে। যাতে সবাই মাস্ক পরিধান করে এবং না পরলে যেন জরিমানা করতে পারে। সে কারণে লকডাউন (বিধিনিষেধ) শিথিল করা হচ্ছে। তবে স্কুল-কলেজ এখনই খুলছে না।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘অনেক উন্নত দেশে সবকিছু খুলে দেওয়া হয়েছে। সেখানেও করোনা আছে, মারা যাচ্ছে। ইংল্যান্ডে হাজারও মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। তারপরেও খুলে দেওয়া হয়েছে। সম্প্রতি ইউরোপ সফরের উদাহরণ টেনে তথ্যমন্ত্রী বলেন, আমি নেদারল্যান্ডে যখন গেছি তখন মাস্ক পরিধান করে মিটিং করেছি। কিন্তু যিনি অভ্যর্থনা জানিয়েছেন তিনি মাস্ক ব্যবহার করেন না এখন। সেখানেও করোনা আছে। কিন্তু সবকিছু খুলে দিয়েছে। আমাদের দেশে সেটি করা সম্ভব নয় এবং উচিতও হবে না। সেজন্য মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরে গুরুত্ব দিচ্ছি। কিন্তু জীবিকাকে সচল রাখতে সরকার বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর