Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ২০:১৪ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ২২:৪৪

ঢাকা: দেশে কাঁচা মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় ভারত থেকে আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে আমদানিকারকদের অনুকূলে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করা হয়েছে। দেশের ভোমরা ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসব কাঁচা মরিচ আমদানি হচ্ছে।

সোমবার (৯ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবদুল লতিফ বকসী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন ভোমরা স্থলবন্দর দিয়ে দুই ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। কাঁচা মরিচ বোঝাই আরও ১২টি ট্রাক বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া চলছে। আমদানিকারক প্রতিষ্ঠান জে কে এন্টারপ্রাইজ ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে এসব মরিচ আমদনি করছে।

বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান ৬৫০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করছে। এর মধ্যে মেসার্স বিএইচ ট্রেডিং অ্যান্ড কোম্পানি ১৫০ মেট্রিক টন, মেসার্স গোন্ডেন এন্টারপ্রাইজ ২০০ মেট্রিক টন এবং মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ ৩০০ মেট্রিক টন ভারতীয় কাাঁচা মরিচ আমদানি শুরু করছে। যা আগামীকাল ১০ আগস্ট বাংলাদেশে প্রবেশ করবে।

সরকার কাঁচা মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করবে বলে জানা গেছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

কাঁচামরিচ আমদানি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর