Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে করোনার উপসর্গসহ মৃত্যু ২১, শনাক্ত ৩৮৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ১৯:৪৯

ফাইল ছবি

বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৮৮ জন।

সোমবার (৯ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশাল জেলায় একজন, পটুয়াখালী জেলায় দুইজন, ভোলা জেলায় একজন ও বরগুনা জেলায় দুইজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৩ জনে।

বিভাগে মোট আক্রান্ত ৩৮ হাজার ৬৮৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯২ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৮৩ জন নিয়ে মোট ১৫ হাজার ৮৬৬ জন, পটুয়াখালী জেলায় নতুন ৮৯ জন নিয়ে মোট পাঁচ হাজার ৩০০ জন, ভোলা জেলায় নতুন ১৩৭ জন নিয়ে মোট পাঁচ হাজার ৮৪ জন, পিরোজপুর জেলায় নতুন ৩১ জন নিয়ে মোট চার হাজার ৭৭৫ জন, বরগুনা জেলায় নতুন ৩২ জন নিয়ে মোট তিন হাজার ৩৪২ জন ও ঝালকাঠি জেলায় নতুন ২৬ জন নিয়ে মোট চার হাজার ৩১৭ জন রয়েছেন।

শেবাচিম হাসপাতালের পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২১ জন ও করোনা ওয়ার্ডে ছয়জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২২৭ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৩ জন করোনা ওয়ার্ডে এবং ১৫৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, তাদের হাসপাতালে ৩৯ জন করোনার রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুইজন রোগী মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এনএস

উপসর্গসহ মৃত্যু ২১ করোনাভাইরাস বরিশাল শনাক্ত ৩৮৮

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর