Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গমাতা ছিলেন আদর্শ মায়েদের শ্রেষ্ঠ প্রতিনিধি: জব্বার

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ১৮:০৮

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণার উৎস্য। তার মতো ধীরস্থির, বুদ্ধিদীপ্ত, মেধাবী, দূরদর্শী, সাহসী, বলিষ্ঠ, নির্লোভ ও নিষ্ঠাবান ইতিবাচক ভূমিকা জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক হতে সহায়তা করেছে। তিনি ছিলেন বাঙালির চিরন্তন নারীর প্রতীক। তিনি ছিলেন বাংলাদেশের আদর্শ মায়েদের শ্রেষ্ঠ প্রতিনিধি। মা, কন্যা, বধূ প্রতিটি ক্ষেত্রে এই মহিয়সী নারীর ভূমিকা চিরভাস্বর হয়ে থাকবে।

বিজ্ঞাপন

রোববার (৮ আগস্ট) রাতে ঢাকায় বঙ্গমাতার জীবনের ওপর লেখা ‘বঙ্গমাতা কুসুমিত ইস্পাত ’বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (৯ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৩২ জন বিশিষ্ট লেখকের তথ্যবহুল লেখা নিয়ে প্রকাশিত বইটির সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট ড. জাকিয়া পারভিন।

বিজ্ঞাপন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘১৯৬৬ সালে ছয়দফা ঘোষণার পর থেকে উত্তাল রাজনীতির দিনগুলোতে শেখ ফজিলাতুন্নেছার নেপথ্য ভূমিকা ছাত্রলীগসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের লড়াই সংগ্রাম এগিয়ে নেয়ার জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আগরতলা যড়যন্ত্র মামলায় প্যারোলে বঙ্গবন্ধুর মুক্তি নিয়ে একটি কুচক্রীমহল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামকে বিপন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল, তখন প্যারোলে মুক্তির বিপক্ষে বেগম মুজিবের দৃঢ়চেতা অবস্থান বাঙালির মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করে।’

তিনি বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের প্রাক্কালে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের নানা পরামর্শ ও চাপ উপেক্ষা করে বঙ্গবন্ধু যে অমর বক্তৃাতাটি রেসকোর্স ময়দানে দিয়েছিলেন সেদিনও বঙ্গবন্ধুর অনুপ্রেরণাদাত্রী ছিলেন বঙ্গমাতা। বঙ্গবন্ধুর প্রতিটি আন্দোলন-সংগ্রামে অনবদ্য অবদান রেখে তিনিও হয়ে ওঠেন বঙ্গমাতা। তার মতো মহিয়সী নারীর জীবন দর্শন অনুসরণ করার মাধ্যমে নারী উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’

বঙ্গমাতাকে বাংলাদেশের আদর্শ মায়েদের শ্রেষ্ঠ প্রতিনিধি আখ্যায়িত করে মোস্তাফা জব্বার বলেন, ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব মনে-প্রাণে একজন আদর্শ বাঙালি নারী। অত্যন্ত বুদ্ধিমত্তা ও অসীম সাহস নিয়ে জীবনে যেকোনো পরিস্থিতি তিনি দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করছেন।’

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক একে আজাদ খান, কবি নির্মলেন্দু গুণ, বাংলাদেশ নিউজ’র সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া এবং সংগীত শিল্পী অর্পণা খান বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবিষ্কারের সিইও অন্তরা শারমিন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বঙ্গমাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর