করোনায় মৃত্যু আরও ২৪৫, সংক্রমণ আরও ১১৪৬৩
৯ আগস্ট ২০২১ ১৮:১১ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ১৮:৪৪
দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জন মারা গেছেন। একই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৬৩ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু ছাড়িয়ে গেল ২২ হাজার আটশ। অন্যদিকে সংক্রমণ ছাড়িয়ে গেছে ১৩ লাখ ৬৫ হাজার।
সোমবার (৯ আগস্ট) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর কোভিড-১৯ সংক্রমণ বিষয়ক এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আগের দিনের মতোই ৭০৭টি ল্যাবে করোনা নমুনা পরীক্ষা হয়েছে। এই সময়ে এসব ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৯৫৩টি। আর আগের দিনের নমুনাসহ এদিন নমুনা পরীক্ষা করা হয় ৪৭ হাজার ২০৭। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা মিলিয়ে এ নিয়ে দেশে করোনাভাইরাসের মোট নমুনা পরীক্ষা হলো ৮১ লাখ ৬৪ হাজার ৬১৭টি।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১ হাজার ৪৬৩টিতে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সংক্রমণ দাঁড়াল ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮টিতে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ।
একই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জনে। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে যে ২৪৫ জন মারা গেছেন, তাদের নিয়ে দেশে করোনায় মৃত্যু দাঁড়াল ২২ হাজার ৮৯৭ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ ১২৮ জন, নারী ১১৭ জন। তাদের মধ্যে বাসায় ১১ জন ও বাকি ২৩৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত ২৪১ জনের মধ্যে সর্বোচ্চ ৮৪ জনের বয়স ৬১ থেকে ৭০ বছর, দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, তৃতীয় সর্বোচ্চ ৩৫ জনের বয়স ৭১ থেকে ৮০ বছর। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী ২০ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৬ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী নয় জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৩ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী তিন জন ও ১১ থেকে ২০ বছর বয়সী দুই জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। এই সময়ে ১০ বছরের চেয়ে কম বয়সী বা ১০০ বছরের বেশি বয়সীকারও মৃত্যু হয়নি।
মৃত এই ২৪৫ জনের মধ্যে সর্বোচ্চ ৮৩ জন ছিলেন ঢাকা বিভাগের, দ্বিতীয় সর্বোচ্চ ৭১ জন চট্টগ্রাম বিভাগের ও তৃতীয় সর্বোচ্চ ২৫ জন খুলনা বিভাগের। এ ছাড়া রংপুর বিভাগের ১৯ জন, সিলেট বিভাগের ১৮ জন, ময়মনসিংহ বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের ১০ জন ও বরিশাল বিভাগের ছয় জন মারা গেছেন।
সারাবাংলা/টিআর