Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডব্লিউএইচওর আহ্বান উপেক্ষা করে বুস্টার ডোজ দেবে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক
৯ আগস্ট ২০২১ ২০:২৯ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ২৩:০২

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্তোনি ফাউচি তার দেশে শিগগিরই করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন। যেসব ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের দ্রুত বুস্টার ডোজের আওতায় আনার উপর জোর দিয়েছেন তিনি। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব থেকে আমেরিকাকে রক্ষা করতেই মার্কিন সরকার এমন উদ্যোগ নিতে যাচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত সপ্তায়, বিশ্বে চরম ভ্যাকসিন অসমতা বিরাজ করছে উল্লেখ করে ধনী দেশগুলোকে বুস্টার ডোজ না দিয়ে দরিদ্র দেশে ভ্যাকসিন প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে নিজ নিজ দেশের জনগণকে রক্ষা কর‍তে সরকারগুলোর উদ্বেগের বিষয়টি আমরা বুঝতে পারি। কিন্তু বৈশ্বিক ভ্যাকসিনের সিংহভাগ মাত্র কয়েকটি দেশ ব্যবহার করুক এটাও আমরা মেনে নিতে পারি না—যেখানে এখনও বহু দেশের মানুষ অনিরাপদ অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন আহ্বান আমলেই নিচ্ছে না জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ ধনী দেশগুলো। রোববার (৮ আগস্ট) জো বাইডেনের উপদেষ্টা অ্যান্তোনি ফাউচি সিএনএন’কে জানান, বিষয়টি আমাদের একটু ভিন্ন আলোকে দেখার প্রয়োজন আছে। আমরা তাদেরই বুস্টার ডোজ দেব যাদের এটি প্রয়োজন আছে। সাধারণ যারাই ভ্যাকসিন দিয়েছেন তাদেরই বুস্টার ডোজ এখনই দেওয়া হচ্ছে না।

ফাউচি জানান, যাদের অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে, যারা কেমোথেরাপি নিচ্ছেন এমন অতি দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের বুস্টার ডোজ দেবে মার্কিন সরকার। এবং শীঘ্রই এই কার্যক্রম শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭০ শতাংশের বেশি মানুষ অন্তত এক ডোজ হলেও করোনার ভ্যাকসিন নিয়েছেন। তবে দেশটিতে সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপ ফের আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। চলতি সপ্তায় দেশটিতে দৈনিক এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। নতুন করে বেড়ে যাওয়া এ সংক্রমণ হারের জন্য করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে। সরকারি তথ্যমতে, দেশটিতে সম্প্রতি আক্রান্ত হওয়া ব্যক্তিদের ৮৩ শতাংশের শরীরের ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

সারাবাংলা/আইই

আমেরিকা ডব্লিউএইচও বুস্টার ডোজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর