Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপিডিএফ প্রসীত গ্রুপের বিরাজ মনি চাকমা অস্ত্র ও গুলিসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ১৭:৩৫ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ১৭:৪২

খাগড়াছড়ি: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমাসহ পাঁচ হত্যাকাণ্ডের আসামি বিরাজ মনি চাকমাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। বিরাজ মনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের ক্যাডার হিসেবে পরিচিত।

সোমবার (৯ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি বিশেষ দল খাগড়াছড়ির দুরছড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদ শেষে বিরাম মনিকে মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।

২০১৮ সালের ৪ মে সন্ত্রাসীদের গুলিতে নিহত রাঙ্গামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শক্তিমান চাকমার দাহক্রিয়ায় যাওয়ার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হয়েছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ পাঁচ জন।

সারাবাংলা/টিআর

ইউপিডিএফ প্রসীত গ্রুপ বিরাজ মনি চাকমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর