ভ্যাকসিনের মজুত কম থাকায় এসএমএস কম পাঠানো হচ্ছে
৯ আগস্ট ২০২১ ১৭:০৯ | আপডেট: ১৪ আগস্ট ২০২১ ১১:৪০
ঢাকা: দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে জাতীয় পর্যায়ে। নিয়ম অনুযায়ী সুরক্ষা প্লাটফর্মে নিবন্ধনের সময়ে দেওয়া নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস যাওয়ার পরে সেখানে উল্লেখিত তারিখে ভ্যাকসিন গ্রহণ করতে যেতে হবে। কিন্তু সেই এসএমএস পেতে বিলম্ব হওয়ার অভিযোগ অনেকের। তবে ভ্যাকসিনের মজুত কম থাকায় কম এসএমএস দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
এ বিষয়ে জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন আসলে দ্রুতই সবাই এসএমএস পেয়ে যাবেন। এই এসএমএস দেওয়া হয় ভ্যাকসিনের প্রাপ্যতা সাপেক্ষে। বর্তমানে ভ্যাকসিনের মজুত কম থাকায় মেসেজ কম পাঠানো হচ্ছে। ভ্যাকসিন আসলে দ্রুত সবাই এসএমএস পাবেন।
আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ ডোজ ভ্যাকসিন আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কোভ্যাক্স সুবিধায় আরও ৩০ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ ভ্যাকসিন আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এছাড়া আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাবে চীন।
সারাবাংলা/এসবি/এনএস
এসএমএস কম পাঠানো হচ্ছে টপ নিউজ ভ্যাকসিনের মজুত কম স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক