Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভ্যাকসিন কার্যক্রম নিয়ে বিএনপি জনস্বার্থ বিরোধী কাজ করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ১৪:৪৯

ফাইল ছবি

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভ্যাকসিন কার্যক্রম নিয়ে বিএনপি ও তার মিত্ররা জনস্বার্থ বিরোধী কাজ করছে। যা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ।

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভ্যাকসিন কার্যক্রমের শুরু থেকে বিভিন্ন সময়ে সরকারের এ সংক্রান্ত উদ্যোগ নিয়ে বিএনপি নেতারা নানা ধরনের বক্তব্য দিয়েছেন, যা জনস্বার্থবিরোধী।

তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে সরকার যখন ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম শুরু করে, তখন থেকেই বিএনপি ও তার মিত্ররা এবং দেশের একটি চিহ্নিত মহল অপপ্রচারে নামে। তখন বলা হয়েছিল সরকার যে ভ্যাকসিন সংগ্রহ করছে অ্যাস্ট্রোজেনকার ভ্যাকসিন ভারতের, এটা কাজ করবে না। এটি প্রয়োগ করলে ক্ষতি হবে। কিন্তু যখন পৃথিবীর হাতেগোনা কয়েকটি দেশ ভ্যাকসিন কার্যক্রম শুরু করে। তখন বাংলাদেশও সেই উদ্যোগ নেয়। এমনকি যখন আমেরিকা থেকে অনেক প্রবাসী দেশে এসে ভ্যাকসিন নিয়েছেন। তখন এই কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেন, যখন ভারতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট এলো এবং তাদের অবস্থা নাজুক হয়ে গেল তখন আমরা প্রতিশ্রুত ভ্যাকসিন পাইনি। তখন বিএনপি নেতারা আবার সমালোচনা করা শুরু করল। তারা সমালোচনা করে নিজেরাই ভ্যাকসিন নিয়েছেন। ভারত থেকে ভ্যাকসিন যখন পাওয়া গেল না তখন তারা সমালোচনা শুরু করল সরকার আর ভ্যাকসিন সংগ্রহ করতে পারবে না। এখন যখন সরকার ভ্যাকসিন সংগ্রহ শুরু করেছে এবং গণটিকা দিচ্ছে তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে।

সারাবাংলা/জেআর/এএম

ডঃ হাছান মাহমুদ বিএনপি ভ্যাকসিন কার্যক্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর