এক সপ্তাহের মধ্যে আরও ৫৪ লাখ ভ্যাকসিন আসছে
৯ আগস্ট ২০২১ ১৪:৩৬ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ১৬:৫৭
ঢাকা: আগামী ১৫ আগস্টের মধ্যে আরও ৫৪ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেছেন, কোভ্যাক্স থেকে ৩৪ লাখ এবং চীন থেকে ২০ লাখসহ মোট ৫৪ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। এতে ভ্যাকসিন কার্যক্রম যে গতিতে চলছে তা ধরে রাখা যাবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।
সোমবার ( ৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী ৯ থেকে ১৫ আগস্টের মধ্যে কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ ভ্যাকসিন এসে পৌঁছাবে। চীন থেকে ১০ লাখ ক্রয় করা হচ্ছে এর পাশাপাশি চীন আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে। মোট ৫৪ লাখ ভ্যাকসিন ১৫ তারিখের মধ্যে চলে আসবে। এতে সুবিধা হবে। ভ্যাকসিন কার্যক্রম যে গতিতে চলছিল তা ধরে রাখা যাবে।’
মন্ত্রী বলেন, ‘চীন থেকে আমাদের জানানো হয়েছে, আরও ৫০ লাখ ভ্যাকসিন আমাদের দেবে। কোভ্যাক্স থেকেও পাব, যার সংখ্যা এখনও জানানো হয়নি। প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আলোচনা করে আরও ৬ কোটি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। এখন আমরা চুক্তি করার পর্যায়ে আছি। এখন অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত কমিটিতে পাসের অপেক্ষায়।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনগুলো এলে আমাদের ভ্যাকসিন কার্যক্রম আরও জোরদার হবে। চীন ১০ থেকে ১৫ মিলিয়ন ভ্যাকসিন দেবে সেপ্টেম্বরে। অক্টোবরে দেবে ২০ মিলিয়ন নভেম্বরে দেবে ২০ মিলিয়ন এ পর্যন্ত তাদের কাছ থেকে তথ্য পেয়েছি। পাশাপাশি কোভ্যাক্স থেকেও ভ্যাকসিন পাব। আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফাইজারের ৬ মিলিয়ন ভ্যাকসিন পাওয়ার কথা।’
মন্ত্রী বলেন, ‘আশা রাখি ভারতের কাছে যে অ্যাস্ট্রোজেনকার ভ্যাকসিন পাব ২ কোটি ৩০ লাখ সেটাও এসে যাবে। যদিও এমন কোনো তথ্য এখনও আমাদের কাছে দেয়নি। ভ্যাকসিন এখন প্রয়োজন। ভ্যাকসিন দিলে উপকৃত হয়। সংক্রমণ থেকে মুক্তি পাব না হলে না। সংক্রমণ থেকে দূরে থাকতে হলে মাস্ক পরিধান করতে হবে। ভ্যাকসিন নিলেও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। দ্বিতীয় ডোজ না দেওয়া পর্যন্ত আমরা পুরোপুরি সুরক্ষিত না।’
সারাবাংলা/জেআর/একে
করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস ভ্যাকসিন স্বাস্থ্যমন্ত্রী