Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ১৩:০৪

সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার (৮ আগস্ট) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (৯ আগস্ট) সকালে দুইজনের দাফন সম্পন্ন হয়েছে।

নিহতরা হলেন- শিয়ালকোল ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের কানু শেষের ছেলে আবু তাহের (৫২), বহুলী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আব্দুল ওহাব (৩০) ও মৃত সিকিন আলীর ছেলে আব্দুল (৩০)।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রাতেই তিনজনের মৃত্যু হয়। তিনটি মৃত্যুই অস্বাভাবিক। তারা মাঝে মধ্যে মদপান করতেন, তবে মদ্যপানে মৃত্যু হয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি।

সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। মৃতদের মধ্যে সকালে দুইজনকে দাফন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ বিষাক্ত মদপান সিরাজগজ্ঞ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর