বিশেষ ২ কেন্দ্রে করোনা ভ্যাকসিন পাবেন ঢাকার আইনজীবীরা
৯ আগস্ট ২০২১ ১২:১৯ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ১৪:১৭
ঢাকা: রাজধানীতে আইনজীবীদের করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার জন্য বিশেষ দু’টি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণে কেন্দ্র দু’টি স্থাপন করা হবে।
রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এবং কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিবের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ গত ৫ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে একটি চিঠি পাঠান। তিনি (অ্যাটর্নি জেনারেল) সুপ্রিম কোর্টের ১০ হাজারের অধিক আইনজীবী এবং ঢাকা আইনজীবী সমিতির ২৫ হাজার ৩৩২ জন আইনজীবীর জন্য কোভিড-১৯ টিকাদানের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতিতে অস্থায়ীভাবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কেন্দ্র স্থাপনপূর্বক প্রয়োজনীয় সংখ্যক লোকবল, টিকা ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী দিয়ে কেন্দ্রগুলোর কার্যক্রম অতিদ্রুত চালু করার জন্য অনুরোধ করেন।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বিষয়ে সম্মতি দিয়েছেন। একইসঙ্গে কেন্দ্র দু’টিকে সুরক্ষা ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে বলা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/এমও