Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করার দাবি

সারাবাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২১ ১৮:৫১ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ০৩:৩৬

১৬তম শিক্ষক নিবন্ধনের বাকি থাকা মৌখিক পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জোর দাবি জানিয়েছেন এই পরীক্ষার জন্য অপেক্ষমাণ প্রার্থীরা। তারা বলছেন, দুই বছরেরও বেশি সময় ধরে এই ব্যাচের পরীক্ষা কার্যক্রম চলছে, যা নজিরবিহীন। এ অবস্থায় আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল হলে যেন এই ব্যাচের পরীক্ষার্থীদের বাকি মৌখিক পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হয়।

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার অপেক্ষায় থাকা প্রার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ’র নিবন্ধন ইতিহাসে সবচেয়ে অবহেলিত ব্যাচ ১৬তম শিক্ষক নিবন্ধনধারীরা। করোনা সংক্রমণ ও বিধিনিষেধের কারণে আট মাস পেরিয়ে গেলেও মৌখিক পরীক্ষা শেষ করতে পারেনি এনটিআরসিএ। অথচ এই ব্যাচের কার্যক্রম শুরু হয়েছিল ২০১৯ সালের ২৩ মে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। সে হিসাবে দুই বছর পেরিয়ে গিয়ে তৃতীয় বছরে পা রাখলেও এই কার্যক্রম শেষ করা যায়নি।

আরও পড়ুন- ১ বছরেও প্রকাশ হয়নি ১৬তম শিক্ষক নিবন্ধনের ফল

এর আগে, বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাসের মাথায় ২০১৯ সালের ৩০ আগস্ট ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একমাস পর ৩০ সেপ্টেম্বর এর ফলপ্রকাশ হয়। ওই বছরেরই ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। এরপরই এই কার্যক্রম ঝুলে যায়।

প্রার্থীরা বলছেন, সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হয় এক বছর পর— ২০২০ সালের ১১ নভেম্বর। এরপর ওই বছরের ২ ডিসেম্বর মৌখিক পরীক্ষা শুরু হয়। কিন্তু মার্চে করোনা সংক্রমণের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হলে মাত্র সাত দিনের মৌখিক পরীক্ষা বাকি থাকতেই সেই মৌখিক পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। এরপর প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও আর সেই পরীক্ষা নিতে পারেনি এনটিআরসিএ।

বিজ্ঞাপন

‘চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী (১-১৬তম) পরিবার’ কমিটির মুখপাত্র মো. ইকবাল হাসান বলেন, মৌখিক পরীক্ষা শুরু করার জন্য অনুরোধ করে এনটিআরসিএ চেয়ারম্যান বরাবরে আমরা স্মারকলিপি ও আবেদনপত্র দিয়েছি। এই সাত দিনের মৌখিক পরীক্ষার জন্য আমরা আর কত দিন অপেক্ষা করব! বাকি সাত দিনের মৌখিক পরীক্ষা শুরু করার জন্য আমরা এনটিআরসিএ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই।

ওই কমিটির সভাপতি এম এ আলম বলেন, প্রায় তিন বছরের কাছাকাছি সময় ধরে ১৬তম ব্যাচ অপেক্ষায় আছে। জীবনের এ এক কঠিন সন্ধিক্ষণ। আর কত অবহেলিত হব আমরা? আমাদের অনেকেরই বয়স ৩৫ পেরিয়ে যাচ্ছে। অনেকেরই বয়স ভাইভা দেওয়ার আগেই ৩৫ হয়ে গেছে। কখন আমাদের ভাইভা শেষ হবে? কখন ফাইনাল রেজাল্ট পাব?

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যেও আগামী ১১ আগস্ট থেকে সরকার গণপরিবহন সচল রাখাসহ অফিস-আদালত খোলা রাখার অনুমতি দেওয়ায় ১৬তম নিবন্ধনের বাকি মৌখিক পরীক্ষাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন প্রার্থীরা।

সারাবাংলা/টিআর

১৬তম নিবন্ধন এনটিআরসিএ মৌখিক পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর