সিএমপিকে ডায়মন্ড সিমেন্টের গাছের চারা উপহার
৮ আগস্ট ২০২১ ২৩:৩২ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ০১:২০
মৌসুমব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে গাছের চারা উপহার দিয়েছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।
রোববার (৮ আগস্ট) দুপুরে দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে ডায়মন্ড সিমেন্টের পক্ষ থেকে বিভিন্ন জাতের দুই হাজার গাছের চারা হস্তান্তর করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডায়মন্ড সিমেন্ট জানিয়েছে, প্রতিষ্ঠানটির পক্ষে পরিচালক লায়ন মো. হাকিম আলী চারাগুলো হস্তান্তর করেন। নগর পুলিশের উপপুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর ও উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড বিল্ডিং) এস এম মোস্তাইন হোসেন এই চারাগুলো গ্রহণ করেন। পরে গাছের চারাও রোপণ করেন তারা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড বিল্ডিং) কাজী হুমায়ুন রশীদ, বিএমসি বাংলাদেশের পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) আব্দুর রহিম, এজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. কামরুজ্জামান, মো. শরীফুল ইসলাম চৌধুরী, এজিএম (করপোরেট) দীপ্তিমান দাশ, ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন), মো. আমান উল্লাহ চৌধুরী, সিনিরয় এক্সিকিউটিভ (করপোরেট) শাহনূর সানি, এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) আব্দুর রাজ্জাকসহ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডায়মন্ড সিমেন্ট জানিয়েছে, কয়েক বছর ধরে চট্টগ্রাম নগর ও জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বর্ষা মৌসুমজুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সবুজায়নের কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশের কাছে চারাগুলো হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/টিআর
গাছের চারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ডায়মন্ড সিমেন্ট সিএমপি