বঙ্গমাতার জন্মদিনে পুনাক’র ফ্রি মেডিকেল ক্যাম্প
৮ আগস্ট ২০২১ ২০:০০ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ০০:০৯
ঢাকা: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও অসুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
রোববার (৮ আগস্ট) পুনাক সভাপতি জীশান মীর্জার উদ্যোগে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা চত্বরে আয়োজন করা হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় তিন শতাধিক রোগীকে গাইনি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি ও মেডিসিন সংক্রান্ত রোগের প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।
বঙ্গমাতার জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জীশান মীর্জা বলেন, আগস্ট বাঙালির শোকের মাস। ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য এক কলঙ্কময় অধ্যায়। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।
বঙ্গমাতার অবদানের কথা স্মরণ করে পুনাক সভাপতি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীকারের পক্ষে যত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, সেখানে সব জায়গায় বঙ্গমাতার প্রভাব ছিল সুস্পষ্ট। বঙ্গবন্ধুর সফলতার পেছনে বঙ্গমাতার বড় ধরনের অবদান ছিল। আমরা সকলেই জানি, ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু উদাত্ত কন্ঠে স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন সেখানেও বঙ্গমাতার ভূমিকা ছিল।
পুনাক’র জনকল্যাণমূলক কার্যক্রমের কথা উল্লেখ করে জীশান মীর্জা আরও বলেন, পুনাক একটি অলাভজনক প্রতিষ্ঠান। সীমিত সামর্থ্যের মধ্যেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে পুনাক। আজকের এ মেডিকেল ক্যাম্প পুনাক’র জনকল্যাণমূলক ধারাবাহিক কাজেরই অংশ।
দেশের অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান পুনাক সভাপতি জীশান মীর্জা।
এর আগে পুনাক সভাপতি টুঙ্গিপাড়ায় পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তিনি।
এ অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, এসবি’র অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পুনাক’র কোষাধ্যক্ষ নাফিস সিদ্দিকী, সমাজ কল্যাণ সম্পাদিকা তৌহিদা ইসলাম এবং ডা. প্রথমা রহমান উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইউজে/এনএস
পুনাক’র ফ্রি মেডিকেল ক্যাম্প বঙ্গমাতার জন্মদিন বেগম ফজিলাতুন্নেছা মুজিব