Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু-বঙ্গমাতার ত্যাগের উত্তরাধিকার বয়ে চলেছেন শেখ হাসিনা’

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২১ ২১:২১ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ০০:০১

ঢাকা: বাংলাদেশের বুনিয়াদ বুননে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কখনো প্রকট, কখনো প্রচ্ছন্ন ভূমিকায় আবিষ্ট থেকেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জয়ের তরবারির পেছনে আমৃত্যু প্রেরণাদাত্রী হয়ে শক্তি জুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। বর্তমানে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাও বাংলাদেশের মানুষের আশার বাতিঘর হয়ে বাংলার মানুষের দেখভালের দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ত্যাগের উত্তরাধিকার বয়ে চলেছেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

রোববার (৮ আগস্ট) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এই আলোচনা সভার আয়োজন করে। পরে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে এক হাজার চিকিৎসকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আলোচনায় স্বাধীনতা-সংগ্রামের আন্দোলনে বঙ্গমাতার ত্যাগ-তিতীক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ১৯৪৬ সালের দাঙ্গার সময় বেগম মুজিব অসুস্থ ছিলেন। তা সত্ত্বেও তিনি বঙ্গবন্ধুকে দাঙ্গা উপদ্রুত এলাকায় যেতে নিষেধ করেননি। সে সময় বেগম মুজিব বঙ্গবন্ধুকে চিঠিতে লিখেছেন, ‘আপনি শুধু আমার স্বামী হওয়ার জন্য জন্ম নেননি, দেশের কাজ করার জন্য জন্ম নিয়েছেন। দেশের কাজে আপনার সবচাইতে বড় কাজ। আপনি নিশ্চিন্তভাবে সেই কাজে যান। আমার জন্য চিন্তা করবেন না। আল্লাহর ওপর আমার ভার ছেড়ে দিন।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু এবং সবশেষ বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে যে নারীর অবদান অনস্বীকার্য তিনি আর কেউ নন— তিনি আমাদের বঙ্গমাতা। বঙ্গবন্ধু তার জীবনের পুরোটা সময় ব্যয় করেছেন জনগণের সেবায়, দেশের কল্যাণে দেশকে এগিয়ে নেওয়ার সংকল্প ও স্বাপ্নিক সাহসে। সেই সাহসের অন্ত্যমিলে যে নামটি জুড়ে রয়েছে, সেটি বঙ্গমাতা।

জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখে গিয়েছেন— ‘কোনোকালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবা/প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী’। কবির এ পঙ্ক্তি উল্লেখ করে নানক বলেন, কবির কাব্যের রূপক ভঙ্গিমার মতোই এ দেশের বুনিয়াদ বুননে কখনো প্রকট, কখনো প্রচ্ছন্ন ভূমিকায় আবিষ্ট থেকেছেন বঙ্গমাতা। বঙ্গবন্ধুর জয়ের তরবারির পেছনে আমৃত্যু পর্যন্ত প্রেরণাদাত্রী হয়ে শক্তি জুগিয়েছেন শেখ ফজিলাতুন নেছা মুজিব।

তাদের উত্তরাধিকারী হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একই ত্যাগের মশাল বয়ে চলেছেন উল্লেখ করে নানক বলেন, পিতা মুজিবের লালিত স্বপ্ন সাহসের অঙ্গীকারনামাকে বাস্তব রূপ দিচ্ছেন তিনি। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ত্যাগের উত্তরাধিকার সূত্র যেন ভর করেছে দেশরত্ন শেখ হাসিনার ওপর। প্রবৃদ্ধি আর প্রগতির নৌকা বেয়ে বাংলাদেশে যে দুর্বার গতিতে এগিয়ে চলেছে, তাতে বিশ্ববাসীর কাছে দিন দিন ঈর্ষার কারণ হয়ে উঠেছে শেখ হাসিনার বাংলাদেশ।

ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আহ্বায়ক এ কে এম রহমতুল্লাহ’র সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সভায় প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক  ওবায়দুল  কাদের। এছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আবু আহমেদ মান্নাফী, হুমায়ুন কবিরসহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দীন ফরাজী, সানজিদা খানমসহ উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/টিআর

জাহাঙ্গীর কবির নানক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর