Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্নের ডিজিটাল সিস্টেম হ্যাক, মূলহোতাসহ রিমান্ডে ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২১ ২০:০২ | আপডেট: ৮ আগস্ট ২০২১ ২২:০৬

প্রতীকী ছবি

ঢাকা: সুপার শপ স্বপ্নের ডিজিটাল সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকা জালিয়াতির অভিযোগের মামলায় হ্যাকিং গ্রুপের মূলহোতাসহ তিনজনের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৮ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— চক্রের মূলহোতা মো. নাসিমুল ইসলাম, রেহানুর হাসান রাশেদ ও রাইসুল ইসলাম।

পুলিশ আসামিদের আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

গত ৭ আগস্ট রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল সেট, দুটি ল্যাপটপ, এটি সিপিইউ, ক্রিপ্টোকারেন্সি, নগদ টাকা, ইলেকট্রনিক কার্ড ও ‘স্বপ্ন’ ই-ভাউচারের মাধ্যমে কেনা বিপুল পরিমাণ পণ্য সামগ্রী জব্দ করা হয়।

সারাবাংলা/এআই/এনএস

ডিজিটাল সিস্টেম হ্যাক মূলহোতাসহ রিমান্ডে ৩ সুপার শপ স্বপ্ন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর