Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় লিঙ্গের মানুষদের চাকরি দেওয়া হবে: চট্টগ্রামের ডিসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২১ ১৯:১৪

চট্টগ্রাম ব্যুরো: তৃতীয় লিঙ্গের মানুষদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।

রোববার (৮ আগস্ট) দুপুরে তৃতীয় লিঙ্গের ৪৫০ জনের মাঝে ‘প্রধানমন্ত্রীর মানবিক উপহার’ বিতরণের সময় জেলা প্রশাসক এ আশ্বাস দিয়েছেন।

এ সময় মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন উন্নত-ডিজিটাল বাংলাদেশ গঠনে সকল মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এজন্য তৃতীয় লিঙ্গের মানুষদের তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসনেও তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের অনেকে কম্পিউটার, সেলাইসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ পেয়েছেন। তারা যাতে নিজেদের উপার্জন দিয়ে নিজেরা জীবনধারণ করতে পারে, সে বিষয়ে আমরা আন্তরিক।’

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর মানবিক উপহার হিসেবে ৪৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। তাদের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ১ প্যাকেট বিস্কুট দেওয়া হয়। এর আগে গত এপ্রিলেও তৃতীয় লিঙ্গের ৩০০ জনকে একইভাবে মানবিক সহায়তা দেওয়া হয়।

উপহার গ্রহণ করে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি ফাল্গুনী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে আমরা ক্রান্তিকাল পার করছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা কৃতজ্ঞ। একইভাবে আমরা চাই, আমাদের যেন উন্নত বাংলাদেশ গড়ার কাজে লাগানো হয়।’

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রামের ডিসি তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গের মানুষদের চাকরি