নারায়ণগঞ্জে করোনায় একদিনে সর্বোচ্চ ৬ মৃত্যু
৮ আগস্ট ২০২১ ১২:১৮ | আপডেট: ৮ আগস্ট ২০২১ ১২:২৩
নারায়ণগঞ্জ: জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। যা জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৮ জনে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন সোনারগাঁও, দুইজন বন্দর ও একজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৬১ জনের। এতে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৩০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮০০ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬৬৬ জনের।
রোববার (৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৩২ জন ও আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন, সদরে মারা গেছেন ৫০ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০৮ জন, বন্দরে মারা গেছেন ২১ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৯ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৩৪ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৫৬ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৯৯ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৭ জন।
সারাবাংলা/এসএসএ