Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতের কব্জি কেটে দেওয়া সেই ছাত্রলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২১ ২০:১০ | আপডেট: ৭ আগস্ট ২০২১ ২০:১২

পটুয়াখালী: কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় ডান হাতের কব্জি কাটা আহত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম (২২) মারা গেছে।

দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার (৭ আগস্ট) সকাল ১০টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাকিবুল মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং সাফাখালী গ্রামের নাসির মাতুব্বরের ছেলে।

আরও পড়ুন: পটুয়াখালীতে ছাত্রলীগ নেতার হাতের কব্জি কেটেছে প্রতিপক্ষ

জানা গেছে, গত ২৮ জুলাই রাত নয়টায় তেগাছিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে কুপিয়ে রাকিবুলের ডান হাতের কব্জি কেটে দেয় প্রতিপক্ষরা। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর মৃত্যুবরণ করেন তিনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় রাকিবুলের মা বাদী হয়ে গত ২৯ জুলাই মামলা দায়েরের পর এ পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/পিটিএম

ছাত্রলীগ নেতা টপ নিউজ মৃত্যু হাতের কব্জি কাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর