Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে রেললাইন থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২১ ১৮:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া ক্ষতবিক্ষত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার বাড়বকুণ্ডে কেএসআরএম কারখানাসংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে খণ্ডবিখণ্ড হয়ে ছড়িয়ে থাকা লাশ উদ্ধার করে পুলিশ।

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘সকাল ১০টার দিকে আমরা লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি। লাশ একেবারে ছিন্নভিন্ন হয়ে গেছে। ধারণা করছি, ভোরে অথবা আগের রাতের কোনো একসময়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। পরনে একেবারে পুরনো একটি জিনসের প্যান্ট ও শার্ট ছিল। মানসিক ভারসাম্যহীন বলে আমাদের মনে হয়েছে।’

ওসি জানান, যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করতে পারেননি স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

ক্ষতবিক্ষত লাশ রেললাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর