Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীর রাতে শোক দিবসের ব্যানার ছিঁড়ল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২১ ১৮:১৮

সিরাজগঞ্জ: জেলায় রাতের আঁধারে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত টানানো ব্যানার ছিঁড়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াত থেকে আসা অনুপ্রবেশকারীরা ব্যানারটি ছিঁড়ে ফেলেছে বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার যুগান্তর সংসদের উদ্যোগে টানানো ব্যানার শুক্রবার (৬ আগস্ট) গভীর রাতে ছিঁড়ে ফেলা হয়েছে। ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

যুগান্তর সংসদের সভাপতি শফিকুল ইসলাম শফি জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে গত সোমবার (২ আগস্ট) সংসদের পক্ষ থেকে ১৫ আগস্ট শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যানার টানানো হয়। কিন্তু গতকাল শুক্রবার গভীর রাতে কে বা কারা পুরো ব্যানার ব্লেড দিয়ে কেটে দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ বলেন, দলের ভেতরের অনুপ্রবেশকারীরা এমন ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাই।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বঙ্গবন্ধুর ছবিসহ ব্যানারটি কেটে ফেলা হয়েছে। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

জাতীয় শোক ব্যানার ছিঁড়ল দুর্বৃত্তরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর