Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরুষের তুলনায় বেশি আক্রান্ত হচ্ছে নারীরা, মারাও যাচ্ছে বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২১ ১৭:৪০ | আপডেট: ৭ আগস্ট ২০২১ ২০:১৭

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিতদের মাঝে পুরুষের তুলনায় এখনো নারীদের সংখ্যা বেশি। এমনকি কোভিড-১৯ সংক্রমিত হয়ে বর্তমানে যারা মারা যাচ্ছে তাদের মধ্যে নারীদের মৃত্যুর হারও বেশি।

শনিবার (৭ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আগে যে পরিসংখ্যান দেখেছি তাতে সংক্রমণের শুরুর দিকে মহিলারা আক্রান্ত হতো কম। আগে মহিলাদের মৃত্যু-আক্রান্ত ছিল প্রায় ২০-২৫ ভাগ। এটা এখন প্রায় ৪৫ শতাংশ। এই আক্রান্ত-মৃত্যুর সংখ্যা কেন বাড়ছে, এটি খেয়াল করতে হবে।’

এটা অবশ্যই উদ্বেগের বিষয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘গ্রামের মানুষগুলো ঠিকভাবে ভ্যাকসিন নিচ্ছে না। হাসপাতালে যেসব রোগী মারা যাচ্ছেন তাদের ৮০ থেকে ৯০ শতাংশই গ্রামের মানুষ যারা ভ্যাকসিন নেননি। এখন ভ্যাকসিন তাদের কাছে নিয়ে যাচ্ছি। তারা ভ্যাকসিন নিলে সংক্রমণ কমে আসবে।’

তিনি বলেন, ‘হাসপাতালে বেড বাড়িয়ে লাভ নেই। আমরা ফিল্ড হাসপাতাল উদ্বোধন করছি, হাসপাতালে শয্যার একটা সীমাবদ্ধতা রয়েছে। দীর্ঘদিন করোনা রোগীর চিকিৎসা দিয়ে ক্লান্ত অনেকে। সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিতে হবে।’

আরও পড়ুন: হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

তিনি আরও বলেন, ‘করোনা চিকিৎসায় ১৭ হাজার বেড আছে। কোভিড চিকিৎসার পাশাপাশি সারা দেশে ডেঙ্গু চিকিৎসাও করতে হচ্ছে।’

এ দিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ অন্যান্যরা।

সারাবাংলা/এসবি/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর