Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংক্রমণ বাড়ছে রাস্তাঘাটে, স্বাস্থ্যকর্মীরা তা কন্ট্রোল করে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২১ ১৭:১৮

ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছে। আর এ সংক্রমণ হাসপাতাল-ক্লিনিকে তৈরি হয় না, বাড়ছে রাস্তা-ঘাটে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, সংক্রমণের হার বাড়ছে। ডাক্তার-নার্স তো ট্রান্সপোর্ট সেক্টর কন্ট্রোল করতে পারবে না। ফেরি কন্ট্রোল করতে পারবে না। ফ্যাক্টরি কন্ট্রোল করতে পারবে না।

শনিবার (৭ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণ কমাতে হবে। আমাদের জনগণের সাপোর্ট দরকার। জনগণ পারবে এই ইনফেকশনের হার কমাতে। বিভিন্ন বাহিনী যারা দায়িত্বে আছে, ট্রান্সপোর্ট সেক্টরে যারা আছেন তারা কন্ট্রোল করতে পারবেন।’

তিনি বলেন, ‘দেশে করোনা সংক্রমণ দিন দিন খারাপ হচ্ছে। হাসপাতালগুলোর কোথাও আইসিইউ বেড খালি নেই। কোভিড চিকিৎসায় সারাদেশে ১৭ হাজার সাধারণ বেড রয়েছে। তবে সেগুলোর প্রায় সবগুলোই রোগীতে ভর্তি হয়ে গেছে।’

জাহিদ মালেক বলেন, ‘আমাদের সবাইকে ভ্যাকসিন নিতে হবে ও স্বাস্থ্যবিধি মানতে হবে। আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কাররা ভ্যাকসিন পেয়ে গেছে। শিক্ষার্থীরা মোটামুটি পেয়ে গেছে। এখন গ্রামে যাদের মৃত্যুর হার বেশি হচ্ছে, তাদের আগে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিয়েছি।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর