Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পমন্ত্রীর অর্থায়নে নির্মিত অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২১ ১৭:২৮

নরসিংদী: বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিল্পমন্ত্রীর নিজস্ব অর্থায়নে নির্মিত অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) দুপুরে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্ল্যান্টের উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, ‘দেশের সকলকে টিকার আওতায় আনা হবে। ধাপে ধাপে সবাইকে সরকার করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবে। ইতিমধ্যে দেশে দুই কোটি টিকা এসেছে। আরও টিকা দ্রুত দেশে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। দেশে টিকা পৌঁছার সাথে সাথে তা জনগণকে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

এসময় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বেলাব সহকারী কমিশনার (ভূমি) শাহীনূর আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান জাহাঙ্গীর, বেলাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাপ মিয়াসহ অন্যরা।

অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন শেষে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বেলাব ইউনিয়ন পরিষদে গণটিকা প্রদান কর্যক্রম পরিদর্শন করেন শিল্পমন্ত্রী।

এর আগে, প্রকল্প আশ্রয়ণ-০২ এর আওতায় বেলাব উপজেলায় পুনর্বাসিত উপকার ভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

সারাবাংলা/এমও

অক্সিজেন প্ল্যান্ট বেলাব উপজেলা শিল্পমন্ত্রী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর