বিএসএমএমইউতে ৪০ আইসিইউসহ ৩৫৭ শয্যায় রোগী ভর্তি শুরু
৭ আগস্ট ২০২১ ১৬:৩৭ | আপডেট: ৭ আগস্ট ২০২১ ২২:১০
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিতদের চিকিৎসা ব্যবস্থায় যুক্ত হলো ৪০টি আইসিইউসহ ৩৫৭ শয্যা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক হাজার বেড ফিল্ড হাসপাতালের মাঝে ৩৫৭টি শয্যায় রোগী ভর্তি করানো শুরু হচ্ছে শনিবার (৭ আগস্ট) থেকে।
শনিবার (৭ আগস্ট) পরিদর্শন শেষে এই ফিল্ড হাসপাতাল উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গমাতা ফিল্ড হাসপাতাল মোট শয্যা সংখ্যা ১ হাজারটি। আজ ৩৫৭টি শয্যা চালু করা হলো। এর মধ্যে ৪০টি আইসিইউ বেড চালু করা হয়েছে। এই হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা চলে আসছে। আজ থেকে রোগী ভর্তি শুরু হবে।’
তিনি বলেন, ‘এই ফিল্ড হাসপাতালে অন্যকোনো রোগী নেওয়া হবে না। যারা করোনা আক্রান্ত হয়ে জটিল পরিস্থিতি মধ্যে আছেন তারা এই হাসপাতালে ভর্তি হতে পারবেন। ধারাবাহিকভাবে এক হাজার শষ্যা তৈরি করা হবে।’
বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, ধাপে ধাপে এই ফিল্ড হাসপাতালের সবগুলো বেড চালু করা হবে। এখানে ২০০ আইসিইউ, এইচডিইউসহ মোট ১ হাজার শয্যা থাকবে।
ছয় তলা ভবনে স্থাপিত হাসপাতালটির আপাতত তিন তলা পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানান বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশ করোনাভাইরাসের তৃতীয় ঢেউ অতিক্রম করছে। ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট পুরো দেশে ছড়িয়ে পড়েছে। দিনদিন রোগীর চাপ বাড়ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ফ্রন্টলাইন যোদ্ধা হিসাবে জীবন বাজি রেখে নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এই বিশ্ববিদ্যালয় করোনা মহামারি মোকাবিলায় সরকারের সঙ্গে সমান তালে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন আগামীকাল (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী। বঙ্গমাতার জন্মদিনকে সামনে রেখে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন রক্ষার্থে চালু করা হলো আমাদের ফিল্ড হাসপাতাল। এই হাসপাতালটি চালু হওয়ার মধ্য দিয়ে করোনা মহামারির এই দুঃসময়ে হাজার হাজার রোগী জীবন বাঁচানো সম্ভব হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম খুরশিদ আলম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, রেজিস্ট্রার, প্রক্টরসহ অন্যান্যরা।
সারাবাংলা/এসবি/একে