Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঘব বোয়াল কেউ ছাড় পাবে না: সিআইডি

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২১ ১৫:৪০

ফাইল ছবি: আদালতে চিত্রনায়িকা পরীমনি

ঢাকা: পরীমনির অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যতবড় রাঘব বোয়াল থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

শনিবার (৭ আগস্ট) দুপুরে সিআইডি’র অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নায়িকা পরীমনি, মডেল পিয়াসা, মৌ, প্রযোজক রাজ, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ সব কটি মামলা এখন সিআইডির হাতে। এ মুহূর্তে আসামিরাও সিআইডির কাছে রয়েছে। শুধু মিশু ও জিসান ডিবিতে রয়েছে। তাদেরও আজ ডিবি থেকে সিআইডিতে আনা হবে।’

শেখ ওমর ফারুক বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি। গণমাধ্যমে যে সব তথ্য এসেছে এবং সিআইডির হাতে কিছু তথ্য রয়েছে সেগুলোসহ মামলা সংশ্লিষ্ট বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডির নিজস্ব ফরেনসিক ল্যাব, ডিএনএ ল্যাব রয়েছে। নিজস্ব এক্সপার্টিজম রয়েছে। সেই আলোকে তদন্ত হবে। আশা করছি, প্রকৃত দোষীরা বেরিয়ে আসবে। আমাদের ওপর নির্ভরযোগ্য তদন্তের জন্য আস্থা রাখতে পারেন।’

পরীমনির সঙ্গে ডিবি কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, ‘একজন বাদীর সঙ্গে একজন তদারক কর্মকর্তার ঘটনা খুবই ভয়ঙ্কর। এটি যে কোনো তদন্ত কর্মকর্তা ও যে কোনো বাদীর ক্ষেত্রে হোক না কেন। এটি নৈতিকতা বিরোধী ও পুলিশের সঙ্গে এটি যায় না। অবশ্যই ঘটনার তদন্ত করা হবে। সেখান থেকে বাদী কী সুবিধা নিয়েছেন তা খতিয়ে দেখা হবে।’

সারাবাংলা/ইউজে/একে

গোলাম সাকলায়েন টপ নিউজ নায়িকা পরীমনি পরীমনি রাঘব বোয়াল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর