Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপিডিএফ’র চীফ টোল কালেক্টর লালন চাকমা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২১ ১৩:২৯

খাগড়াছড়ি: জেলার মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) দলের চীফ টোল কালেক্টর লালন চাকমাকে (৩৮) আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাপমারা এলাকায় এ অভিযান চালায় মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা।

এ সময় আটককৃতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ৫ আগস্ট চাঁদাবাজির অভিযোগে মাটিরাঙ্গা ও গুইমারা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে চাইল্যা প্রু মারমা (২৩) এবং চাথই মারমা (২৯) নামে দুই ইউপিডিএফ কালেক্টরকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদে তাদের তথ্যের ভিত্তিতে শুক্রবার লালন চাকমাকে সাপমারা এলাকা থেকে আটক করা হয়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আলী জানান, আটককৃত লালন চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনএস

ইউপিডিএফ চীফ টোল কালেক্টর লালন চাকমা আটক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর