ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু
৭ আগস্ট ২০২১ ০৯:৫১ | আপডেট: ৭ আগস্ট ২০২১ ১২:২৫
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবার (৭ আগস্ট) থেকে শুরু হয়েছে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় ১২ আগস্ট পর্যন্ত দেশে বিভিন্ন পর্যায়ের জনগোষ্ঠীর মাঝ থেকে ৩২ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এই ছয় দিনে সিটি করপোরেশন, ইউনিয়ন-ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চল ভেদে এই ক্যাম্পেইন চালানো হবে।
এর আগে শুক্রবার (৬ আগস্ট) মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রাঙ্গণে এ নিয়ে সংবাদ সম্মেলন করেছিলের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
৭ আগস্ট থেকে ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগণকে ভ্যাকসিনেশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পেইনে সারাদেশের চার হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরশেন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ৩২ হাজার ৭০৬ জন ভ্যাকসিনদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।
ডা. এ বি এম খুরশীদ আলম জানিয়েছিলেন, ভ্যাকসিন প্রদানের বয়স ১৮ না করে ২৫ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তারা যেখানে কেন্দ্র নির্ধারণ করেছেন সেখানে ভ্যাকসিন নেবে। ক্যাম্পেইনের ভ্যাকসিন প্রয়োগ আলাদাভাবে পরিচালিত হবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আরও জানান, এরইমধ্যে ভ্যাকসিন প্রদানের পরিমাণ বেড়েছে। গত দশদিনে ৩০ লাখ ভ্যাকসিন দেওয়া হয়েছে।
আরও পড়ুন
২য় ডোজের ৬ মাস পরও ৯৩% কার্যকর মডার্নার ভ্যাকসিন
‘কার্যকারিতা দেখে তারপর ভ্যাকসিন দেওয়া হবে প্রসূতিদের’
‘ভ্যাকসিন ছাড়া বের হলে শাস্তি, এমন কোনো সিদ্ধান্ত হয়নি’
‘ভ্যাকসিন নিয়ে ছলচাতুরী কোনোভাবেই মেনে নেওয়া যায় না’
সিনোফার্মার ভ্যাকসিন উৎপাদন করবে ইনসেপটা, চুক্তি শিগগিরই
অবশেষে চট্টগ্রামে অক্সফোর্ডের ভ্যাকসিন, রোববার থেকে দ্বিতীয় ডোজ
ইউপিতে ৭ আগস্ট ‘পাইলট রান’, নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ শুরু ১৪ আগস্ট
সারাবাংলা/একে