Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২১ ০০:১০ | আপডেট: ৭ আগস্ট ২০২১ ১১:১৫

ফাইল ছবি

ঢাকা: অবিলম্বে জাতীয় শিক্ষা কমিশন গঠনসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

‘কোভিড-১৯ বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা-সরকারের সিদ্ধান্তহীনতায় মহাসংকটে জাতির ভবিষ্যত’ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভা আয়োজন করে বিএনপি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই করোনার সময় শিক্ষার যে ক্ষতিটা হয়েছে, তা মারাত্মক। শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে, আমাদের রাজনীতিকে, আমাদের ভবিষ্যতকে প্রভাবিত করবে। এ জন্য একটি জাতীয় কমিশন গঠন করা দরকার। শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষার্থীদের নিয়ে  অবিলম্বে এই কমিশন তৈরি করা প্রয়োজন এবং অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে পরিকল্পনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রয়োজন। শিফট করে, বিভিন্নরকম ক্যারিকুলাম প্রণয়ন করে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার নির্বাচিত সরকার নয় বলেই আজকে জনগণের প্রতি এত অনীহা। সত্যি কথা বলতে কী? কথাটা হালকা শোনাবে- এটি একটা ফ্রড সরকার। জনগণকে প্রতারণা করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। প্রতিটি ক্ষেত্রেই তারা প্রতারণা করছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, মূল জায়গা থেকে সরিয়ে নেওয়ার জন্য।’

তিনি বলেন, ‘করোনা প্রকোপের পর থেকে অসংখ্য মানুষ যেভাবে বেকার হয়েছে ঠিক একইভাবে অসংখ্য শিক্ষকও বেকার হয়ে গেছেন, কর্মহীন হয়ে গেছে। সরকার সম্পূর্ণভাবে তাদের নেগলেট করেছে। লাখ লাখ শিক্ষক যারা কিন্ডারগার্টেন চালাতেন, সেগুলোও বন্ধ হয়ে গেছে।’

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, ‘আজেকে আমরা যদি সত্যিকার অর্থে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চাই, আমরা সত্যিকার অর্থে যদি শিক্ষিত জাতি নির্মাণ করতে চাই, সত্যিকার অর্থে জনগণের ভবিষ্যত আলোকিত করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই ভয়াবহ দানবকে সরাতে হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।’

‘এটি বিএনপির জন্য নয়, আমাদের জন্য নয়, সমগ্র জাতির জন্য সবচেয়ে প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। মানুষের মুক্তির জন্য, তাদের বেঁচে থাকার জন্য, তাদের ভবিষ্যতদের সুন্দর করবার জন্যে এবং আমাদের দেশে গণতন্ত্র প্র্রতিষ্ঠিত করবার জন্যে, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্যে’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় এই ভার্চুয়াল আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস বিএনপি শিক্ষা প্রতিষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর