Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চয়নিকা চৌধুরীকে পরিবারের জিম্মায় ছাড়া হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২১ ২৩:১৬ | আপডেট: ৭ আগস্ট ২০২১ ১১:০৪

ঢাকা: নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে। তবে পরবর্তী সময় জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে যেন আসেন সে জন্য লিখিত নেওয়া হবে। তার নামে কোনো মামলা না থাকায় আপাতত তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর ডিবি পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ শুক্রবার সন্ধ্যায় সারাবাংলাকে এ তথ্য জানান।

রাজধানীর বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরীমনিকে গ্রেফতার করার একদিন পর তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত চয়নিকা চৌধুরীকে রাজধানীর পান্থপথ থেকে ডিবি পুলিশ আটক করে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ শো’তে শুক্রবার বিকেলে উপস্থিত ছিলেন চয়নিকা চৌধুরী। সেখান থেকে বের হয়ে বাসায় ফেরার পথে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্র জানায়, চয়নিকা চৌধুরীর সঙ্গে পরীমনির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আগে, গত জুনে যখন পরীমনি উত্তরায় বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন, সে সময় পরীমনিকে সর্বাত্মক সমর্থন দিয়ে গেছেন চয়নিকা চৌধুরী।

বনানী থানায় পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদকের মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে চয়নিকা চৌধুরী জড়িত ছিলেন কি না, এ সব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে ডিবি।

সারাবাংলা/ইউজে/একে

চয়নিকা চৌধুরী টপ নিউজ ডিবি পুলিশ নায়িকা পরীমনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর