Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাব সদস্য সেজে ইয়াবা পাচারে নেমে ধরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২১ ২০:১২

চট্টগ্রাম ব্যুরো: র‌্যাব সদস্য পরিচয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, ভুয়া পরিচয়ধারী এই ব্যক্তির ব্যাগে তল্লাশি করে র‌্যাবের পোশাক ও দুই হাজার ৫৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতার মো. সোহেল রানা (৩৪) বগুড়া জেলার গাবতলী উপজেলার ভাণ্ডারা গ্রামের আজিজুল হকের ছেলে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক মেজর নাসির উল হাসান খান সারাবাংলাকে বলেন, ‘সোহেল রানা বারৈয়ারঢালা দিয়ে হেঁটে যাবার সময় গোপন সংবাদের ভিত্তিতে তার পথরোধ করে তল্লাশির উদ্যোগ নেই। এসময় সে নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দেয়। একবার পুলিশ কনস্টেবল, আবার সেনাবাহিনীর করপোরাল হিসেবে তার র‌্যাবে পদায়ন হয়েছে বলে জানায়। এতে আমাদের সন্দেহ জোরালো হলে তার ব্যাগ তল্লাশি করি। সেখানে র‌্যাবের পোশাক ও ইয়াবা পাওয়া যায়।’

আটকের পর জিজ্ঞাসাবাদে সোহেল র‌্যাব সদস্য হিসেবে ভুয়া পরিচয় ব্যবহার করে ইয়াবা পাচার করার কথা স্বীকার করেছে বলে জানান মেজর নাসির।

সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সীতাকুণ্ড থানায় একটি মামলা করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

ইয়াবা ইয়াবা পাচার র‍্যাব র‌্যাব সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর