Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালেবানের হাতে আফগান সরকারের শীর্ষ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৬ আগস্ট ২০২১ ১৮:১৬ | আপডেট: ৬ আগস্ট ২০২১ ১৯:৩৯

আফগানিস্তান সরকারের মিডিয়া ও তথ্য কেন্দ্রের শীর্ষ কর্মকর্তা দাওয়া খান মেনাপালকে গুপ্তহত্যা করেছে তালেবান। শুক্রবার (৬ আগস্ট) এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আফগান সরকার ও তালেবানের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরা।

এর আগে তালেবান সতর্ক বার্তায় জানিয়েছিল, বিমান হামলার প্রতিশোধ নিতে সরকারের শীর্ষ কর্মকর্তারা তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ হুমকির একদিন পরই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

বিজ্ঞাপন

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্টানিকজাই জানান, সরকারি মিডিয়া অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রধান দাওয়া খান মেনাপাল নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত, ‘বর্বর সন্ত্রাসীরা আবার একটি কাপুরুষোচিত কাজ করেছে এবং একজন দেশপ্রেমিক আফগানকে শহীদ করেছে।’

নিহত মেনাপাল আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

কাবুল থেকে আলজাজিরার প্রতিবেদক জেমস বেস জানিয়েছেন, ‘দাওয়া খান মেনাপাল আফগান সাংবাদিকদের কাছে খুবই সুপরিচিত ছিলেন। তিনি প্রেসিডেন্ট গনির নিকটতম সদস্যদের একজন ছিলেন। শুক্রবার জুমার নামাজের জন্য বাড়ি থেকে বের হলে তাকে হত্যা করা হয় বলে ধারণা করছি।’

সারাবাংলা/এনএস

আফগান সরকারের শীর্ষ কর্মকর্তা আফগানিস্তান গুপ্তহত্যা দাওয়া খান মেনাপাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর