Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার পাল্টা রকেট হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক
৬ আগস্ট ২০২১ ১৭:৫৩ | আপডেট: ৬ আগস্ট ২০২১ ২০:০৭

লেবাননভিত্তিক ইরানি মদতপুষ্ট বিদ্রোহী গ্রুপ হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন-সিরিয়া সীমান্ত এবং ইসরাইলের দখলে থাকা গোলান হাইটসের সংযোগস্থলের ইসরাইলি সেনা অবস্থানের নিকটবর্তী ফাঁকা জায়গায় রকেট হামলা চালিয়েছে তারা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলার জবাবে হিজবুল্লাহ এই রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের দিকে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

প্রসঙ্গত, ২০০৬ সালে ইসরাইল-লেবানন এক মাস যুদ্ধের পর দুই পক্ষের মধ্যে বড় ধরনের কোনো সংঘাত দেখা যায়নি।

এদিকে, শুক্রবার (৬ আগস্ট) লেবানন থেকে ছোড়া বেশিরভাগ রকেটই ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা আয়রন ডোম নিস্ক্রিয় করে দেয়; বাকিগুলো খালি জায়গায় পড়ে বলে জানানো হয়েছে। হিজবুল্লাহর এই হামলায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে, রকেট হামলার পর ইসরাইলের উত্তরাঞ্চল এবং গোলান হাইটস থেকে সাইরেনের শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা রয়টার্সকে জানিয়েছেন।

অন্যদিকে, লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, লেবাননের সেবা শহরের নিকটবর্তী আল-আরকাব এলাকা থেকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ।

সারাবাংলা/একেএম

ইসরাইল গোলান টপ নিউজ লেবানন সিরিয়া হিজবুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর