করোনায় আরও ২৪৮ মৃত্যু, শনাক্ত ১২৬০৬ জন
৬ আগস্ট ২০২১ ১৭:৩৫ | আপডেট: ৬ আগস্ট ২০২১ ১৮:১২
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে সরকারি হিসাবে মোট ২২ হাজার ১৫০ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় নতুনভাবে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন করোনা রোগী। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন শনাক্ত হলেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। এ নিয়ে করোনার সংক্রমণ থেকে সুস্থ হলেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে শুক্রবার (৬ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ৫ আগস্ট দেশে করোনায় ২৬৪ জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত একদিনে এটিই করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে, গত ২৭ জুলাই একদিনে সর্বোচ্চ ২৫৮ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন।
গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১২ হাজার ৭৪৪। ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা উভয়ই কমেছে।
করোনার নমুনা পরীক্ষার জন্য দেশে পরীক্ষাগার ছিল ৭০৭টি। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৩টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৫২১টি।
নমুনা পরীক্ষা ও শনাক্ত: গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৮ হাজার ৮০৭টি। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ৪৮ হাজার ১৫টি। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি। নমুনা পরীক্ষা করে ২৪ ঘণ্টায় শনাক্ত হন ১২ হাজার ৬০৬ জন করোনা রোগী।
নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৬ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। শনাক্তের বিপরীতে সুস্থ হয়েছেন ৮৭ দশমিক ৮১ শতাংশ। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।
মৃত্যু সংক্রান্ত পরিসংখ্যান: ২৪৮ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় পুরুষ রোগী মারা গেছেন ১৩৮ জন, নারী রোগী মারা গেছেন ১১০ জন। এ পর্যন্ত পুরুষ রোগী মারা গেছেন ১৪ হাজার ৮২২ জন, নারী মারা গেছেন ৭ হাজার ৩২৮ জন। পুরুষ রোগী মৃত্যুর হার ৬৬ দশমিক ৯২ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৩ দশমিক ৮ শতাংশ। ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছর বয়সী মারা গেছেন ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৯ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৫ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ২ জন মারা গেছেন।
মৃত্যু সংক্রান্ত পরিসংখ্যান: ২৪৮ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় পুরুষ রোগী মারা গেছেন ১৩৮ জন, নারী রোগী মারা গেছেন ১১০ জন। এ পর্যন্ত পুরুষ রোগী মারা গেছেন ১৪ হাজার ৮২২ জন, নারী মারা গেছেন ৭ হাজার ৩২৮ জন। পুরুষ রোগী মৃত্যুর হার ৬৬ দশমিক ৯২ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৩ দশমিক ৮ শতাংশ। ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছর বয়সী মারা গেছেন ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৯ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৫ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ২ জন মারা গেছেন।
মৃত্যু বেশি চট্টগ্রামে, ঢাকা দ্বিতীয়: বিভাগওয়ারী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিভাগটিতে ২৪ ঘণ্টায় ৭৫ জনের মৃত্যু হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। এ ছাড়া রাজশাহীতে মারা গেছেন ১৬ জন, খুলনায় ৩৬ জন, বরিশালে ২০ জন, সিলেটে ১৬ জন, রংপুর ও ময়মনসিংহে আটজন করে মৃত্যু হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন ও বাসায় মারা গেছেন ৬ জন।
ভ্যাকসিন সংক্রান্ত তথ্য: করোনাভাইরাস বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন ১০ জন। মোট প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ৮৬৯ জন। মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৪৪ হাজার ২৩১ জন।
২৪ ঘণ্টায় সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৪৪৮ জন। মোট প্রথম ডোজ নিয়েছেন ৩৩ লাখ ১৭ হাজার ৫৮২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ৮৫৫ জন। মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯২ হাজার ২৪৮ জন।
ফাইজারের প্রথম কাউকে দেওয়া হয়নি ২৪ ঘণ্টায় তবে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ হাজার ৬৬২ জন। মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ হাজার ৩৮ জন।
২৪ ঘণ্টায় মডার্নার প্রথম ডোজ নিয়েছেন ৮৬ হাজার ৩৮৬ জন। মোট প্রথম ডোজ নিয়েছেন ১১ লাখ ১ হাজার ৮৯৭ জন। কাউকেই মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হয়নি। সব ভ্যাকসিন মিলে মোট প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ২ লাখ ৮৯ হাজার ৭৯৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ৪৩ হাজার ৫১৭ জন।
সারাবাংলা/একে