Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২১ ১৮:৫১

সুনামগঞ্জ: জেলার শাল্লার হাওরে ইঞ্জিনচালিত ডিঙ্গি নৌকা ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু ঘটেছে। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার চাপতির হাওর থেকে এই দুই বোনের লাশ উদ্ধার করা হয়।

নিহত মোছাম্মৎ চাদঁনী বেগম (১৬) উপজেলার বাহারা ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের মো. শিশু মিয়ার মেয়ে, অপর নিহত চাচাতো বোন সাবিনা বেগম (১৮) একই গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার বিকালে নৌকা ডুবিতে তারা নিখোঁজ হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়া গ্রামের আত্মীয় বাড়ি থেকে একটি ইঞ্জিনচালিত ডিঙ্গি নৌকা নিয়ে ভাই-বোন মিলে ৬ জন আসছিল শাল্লার বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে। বাড়ি’র পাশে চাপতির হাওরে এসে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় নৌকা।

এসময় আশপাশের লোকজন এসে চার জনকে উদ্ধার করলেও দুই বোনকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে হাওরে দু’টি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গ্রামবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে।

বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী জানান, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

দুই বোনের মৃত্যু নৌকাডুবি শাল্লার হাওর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর