নেত্রকোনায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু ৯
৬ আগস্ট ২০২১ ১৬:২৫ | আপডেট: ৬ আগস্ট ২০২১ ১৯:০৪
নেত্রকোনা: জেলায় করোনা আক্রান্ত ও তার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া নেত্রকোনার ৬ জন এবং এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, নেত্রকোনা সদরের সাদেক মিয়া (৪৯), পুষ্পা আক্তার (৩০), পুর্বধলার আব্দুল করিম (৫৫), আটপাড়ার মাহামুদুল হাসান (৬৫), কলমাকান্দার আব্দুল মজিদ (৬৭), মদনের মাহবুব মিয়া (৬৫)।
উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, পুর্বধলার সালেমা বেগম (৫৮), মদনের আছিয়া বেগম (৭৫), দুর্গাপুরের আব্দুর রশীদ (৬৫)।
এদিকে নেত্রকোনা জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও ৮০ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত ৩৯৩০ জন, সুস্থ হয়েছেন ১৯৬০ জন এবং মোট মৃত্যু ৯৩ জন।
সারাবাংলা/এসএসএ