Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ২ ট্রাকের সংঘর্ষে এক ট্রাক চালকের মৃত্যু, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২১ ১৬:২১

নাটোর: জেলায় দুই ট্রাকের সংঘর্ষে শাকিল আহমেদ নামে এক ট্রাকের চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। নিহত শাকিল আহমেদ মানিকগঞ্জের সিঙ্গাইল বায়রা গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৬ আগস্ট) সকালে নাটোর সদর উপজেলার দত্তপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহম্মদ রেজোয়ান জানান, নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক দত্তপাড়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক শাকিল আহমেদ ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ৪ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন- নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা গ্রামের ফেন্সি বেগম, দোলন আহমেদ এবং মানিকগঞ্জের সিঙ্গাইল বায়রা গ্রামের জিলকদ ও পিন্টু।

সারাবাংলা/এমও

ট্রাক চালক ট্রাক চালকের মৃত্যু