বগুড়ায় আরও ১৫ মৃত্যু
৬ আগস্ট ২০২১ ১৪:০৭
বগুড়া: জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।
সরকারি দুই হাসপাতালে চিকিৎসাধীন এবং বাড়িতে মারা যাওয়া ওই ১৫ জনের মধ্যে ১৩ জনই করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন। অন্য দুই জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। করোনায় মৃত ১৩ জনের মধ্যে ১১ জন বগুড়া জেলার অধিবাসী এবং বাকি দুই জন অন্য জেলার।
এছাড়াও সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯২ জনের মধ্যে করোনা করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৩ শতাংশ। এছাড়াও একই সময়ে ১৩১ জন করোনা থেকে সেরে উঠেছেন।
শুক্রবার (৬ আগস্ট) দুপুরে এক অনলাইনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।
সর্বশেষ ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৮২ নমুনায় ৫২ জন পজিটিভ হয়েছেন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ১০ নমুনায় দুই জনের এবং অ্যান্টিজেন পরীক্ষায় ১৮২ নমুনায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে, জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৪৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬৩০ জন এবং এক হাজার ২৫৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
সারাবাংলা/একেএম