ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ৩০ জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২১ ১৩:৪১ | আপডেট: ৬ আগস্ট ২০২১ ১৩:৫০
৬ আগস্ট ২০২১ ১৩:৪১ | আপডেট: ৬ আগস্ট ২০২১ ১৩:৫০
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৬ জন করোনা আক্রান্ত হয়ে ও ১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় ১৮৪ জন মৃত্যুবরণ করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ৬ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ১৫ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ১২ জন, নেত্রকোনার ৯ জন, জামালপুরের ৪ জন, টাঙ্গাইলের ২ জন, শেরপুর, গাজীপুর ও সুনামগঞ্জের ১ জন করে ছিলেন।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ২৩ জনসহ করোনা ইউনিটে ৫২৫ জন চিকিৎসাধীন রয়েছে। নতুন করে ১৭১১টি নমুনা পরীক্ষায় ৪০২ জন শনাক্ত হয়েছেন।
সারাবাংলা/এসএসএ