Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষের জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতালের বিকল্প নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২১ ১২:৪১ | আপডেট: ৬ আগস্ট ২০২১ ১৫:০৪

গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ছবি

ঢাকা: দেশে করোনাভাইরাসের সংক্রমণ যেসব এলাকায় বেশি, সেসব এলাকায় জরুরিভিত্তিতে ফিল্ড হাসপাতাল নির্মাণের তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, সংক্রমণপ্রবণ এলাকাগুলোতে করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ জরুরি হয়ে পড়েছে। করোনার প্রকোপ কমছেই না। তাই দেশের মানুষের জীবন বাঁচাতে এই মুহূর্তে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ আগস্ট) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন। এসময় তিনি প্রয়োজনে ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া যেতে পারে বলে মত দেন।

জি এম কাদের বলেন, এ বছরের মে মাসের শুরু থেকেই করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে পুরো দেশই করোনার হটস্পট হয়ে পড়েছে। এরই মধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর প্রায় ৯০ শতাংশ বেড পূর্ণ হয়ে গেছে। আইসিইউও খালি নেই বেশিরভাগ হাসপাতালে।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আবাসিক হোটেলগুলোকে হাসপাতাল করার চিন্তা করছে সরকার। কিন্তু অত্যন্ত সংক্রামক করোনা চিকিৎসার জন্য তুলনামূলকভাবে ফিল্ড হাসপাতাল নির্মাণই সুবিধাজনক ও কম ঝুঁকিপূর্ণ। চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া করোনা মোকাবিলায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে করোনা চিকিৎসায় সাফল্য পেয়েছে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, প্রতিবছর বিভিন্ন মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর দ্রুততার সঙ্গে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে থাকে। ফিল্ড হাসপাতাল নির্মাণে তাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। তাই ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দিলেই দেশ উপকৃত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জি এম কাদের টপ নিউজ ফিল্ড হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর