Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার থেকে হাইকোর্টে বেঞ্চের সংখ্যা বাড়তে পারে

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২১ ১২:২৯

ফাইল ছবি

ঢাকা: চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী ৮ আগস্ট (রোববার) থেকে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে বেঞ্চের সংখ্যা বাড়ানো হতে পারে। এ সময়ে হাইকোর্টের আট থেকে ১০টি ডিভিশন ও একক বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে। আপিল বিভাগেও ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করা হতে পারে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি অংশ নেন।

বিজ্ঞাপন

সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভার্চুয়ালি চালু রাখারও সিদ্ধান্ত হয়। তবে আগাম জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চ চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ওই সভায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিধিনিষেধ শিথিল করলে ১৬ আগস্ট থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ ও আপিল বিভাগের ভার্চুয়ালি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এ ছাড়া বিধিনিষেধ চলাকালীন আগামী ৮ আগস্ট থেকে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের ৮ থেকে ১০টি ডিভিশন ও একক বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে। চলমান বিধিনিষেধ শিথিল সাপেক্ষে নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

সারাবাংলা/কেআইএফ

হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর